শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে আজ ১২ ডিসেম্বর থেকে ৮ দিনের ৬২ তম “অভেদানন্দ মেলা” শুরু হল। মেলা বসেছে দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সংঘপিতা শ্রীমৎ স্বামী গৌড়ানন্দ মহারাজ। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায়, ডেপুটি স্পীকার ড. আশিস বন্দ্যেপাধ্যায়, স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, জেলা সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুর পুরপিতা পীযূষ পাণ্ডে সহ স্বামী সারদাত্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও অন্যান্য আশ্রমিক মহারাজরা। এদিন মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক ধ্রুবানন্দ মহারাজের কন্ঠে স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা, বাইবেল, কোরান ও শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। প্রকাশিত হয় মেলার স্মারক পত্রিকা “শৃণ্বন্তু”! এদিন বক্তারা আশ্রমের নানা সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই মেলায় সত্যানন্দ মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। মেলা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।