বিজয়কুমার দাসঃ
১১ ডিসেম্বর সাঁইথিয়া মেঘদূত মঞ্চে সাঁইথিয়ার এনার্জি ফিটনেস মালটিজিম এর আয়োজনে এবং মেঘদূত ক্লাবের ব্যবস্থাপনায় জেলাস্তরে বডিবিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতায় যোগ দিতে এসেছিল জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা। প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে যেমন টানটান উত্তেজনা ছিল তেমনই দর্শকদের মধ্যেও ছিল তুমুল আগ্রহ। বৈকালিক উদবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, পুরপিতা বিপ্লব দত্ত স্ংগঠনের রাজ্য সম্পাদক মিঃ ইন্ডিয়া দুর্গাদাস চ্যাটার্জী, জেলা শাখার সহ সভাপতি দিবাকর মৈত্র, সাঁইথিয়ার বিশিষ্ট বডিবিল্ডার স্বপন দাস প্রমুখ। সংগঠনের জেলা সম্পাদক উদয়ভানু মন্ডল স্বাগত ভাষণে বললেন, প্রচুর প্রতিযোগী এসেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। তাই বোঝা যায় স্বাস্থ্যচর্চায় যুবক যুবতীদের উৎসাহ বাড়ছে। শোকপ্রস্তাব পাঠ করেন দিবাকর মৈত্র। বিধায়ক, পুরপিতা সহ সবার হাত ছুঁয়ে উদবোধন হল প্রতিযোগিতার। ব্যবস্থাপনার সহযোগী মেঘদূত ক্লাবের অশোক দাস (সম্পাদক) এবং কিষাণ আগরওয়াল উপস্থিত ছিলেন উদবোধন পর্বে। মিঃ ইন্ডিয়া দুর্গাদাস চ্যাটার্জী বললেন, প্রতিযোগীদের উপস্থিতি ও আগ্রহ আশাব্যঞ্জক। সুস্থ সবল জীবনের জন্য স্বাস্থ্যচর্চা যে জরুরী তা বলার অপেক্ষা রাখে না।বিধায়ক এবং পুরপিতা এমন আয়োজনের প্রশংসা করলেন তাঁদের বক্তব্যে। এরপর শুরু হয় প্রতিযোগিতা। বিচারকরা এই পর্ব সঞ্চালনা করেন। প্রতিযোগীদের স্বাস্থ্য প্রদর্শনীর এই পর্ব ছিল চিত্তাকর্ষক। চূড়ান্ত প্রতিযোগিতায় সিউড়ি শিবশক্তি জিম এর মীর সাদ্দাম বীরভূমশ্রী হিসাবে ভূষিত হন। জেলা সম্পাদক উদয়ভানু মন্ডল এবং এই আয়োজনের ব্যবস্থাপক বুদ্ধদেব চক্রবর্তী জানালেন, জেলার মোট ২৯ টি জোন থেকে ১৩৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।