সন্তোষ পালঃ
রাজ্যে শিক্ষার মানকে আরও উন্নত করতে চায় সরকার। সাধারণত শিক্ষার মান উন্নত করতে গেলে পড়ুয়ারা কতটা শিখছে বা তাদের মেধার মান যাচাই করা প্রয়োজন। তার জন্য বিশেষ পরীক্ষা চালু করেছে রাজ্য সরকার। তাই আজ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা নেওয়া হল রাজ্য জুড়ে। সমগ্র রাজ্যে ৭২৩৮ প্রাইমারী এবং ৩৬০৮টি আপার প্রাইমারী স্কুলে এই পরীক্ষা নেওয়া হলো। ১২ ডিসেম্বর দুবরাজপুর সার্কেলের পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, বেলসাড়া জেবিসহ একাধিক বিদ্যালয়ে স্যাস অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা নেওয়া হল তৃতীয় শ্রেণির পড়ুয়াদের। উল্লেখ্য, এক্ষেত্রে প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে স্কুল বেছে নিয়ে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে তৃতীয় শ্রেণির ক্ষেত্রে প্রতিটি জেলার সার্কেল থেকে ১০টি করে, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর জন্য ৫টি করে স্কুল বেছে নেওয়া হয়েছে। দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ বলেন স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা পড়ুয়াদের মান উন্নয়নের পর্যবেক্ষণের অন্যতম পদক্ষেপ।পড়ূয়াদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।