মহঃবাজারে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন

দীপককুমার দাসঃ

মঙ্গলবার মহঃবাজার ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্যাটেলনগরে অবস্থিত মহঃবাজার ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। এ বছর ১৩ থেকে ১৯ ডিসেম্বর রাজ্য জুড়ে এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার মহঃবাজার ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণী স্বাস্থ্য শিবির ও টীকাকরণের পাশাপাশি উন্নত ও শংকর জাতের বাছুর, বকনা ও গাভী প্রর্দশনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় এই ব্লকের বিভিন্ন গ্রামের পশুপালকরা অংশগ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহঃবাজার ব্লকের সমষ্টি প্রাণীসম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ শিশির রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভবতোষ বন্দ্যোপাধ্যায়, ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক ডাঃ সৌরভ ব্যাপারী। ডাঃ সৌরভ ব্যাপারী বলেন, সারা রাজ্যে ১৩ থেকে ১৯ ডিসেম্বর প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হবে।আজ মহঃবাজার ব্লকে অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহ পালন করা হলো। আগামী ১৫ ডিসেম্বর সাঁইথিয়া জেলাস্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন পশুপালকদের উৎসাহ দিতে গাভী, বাছুর ও বকনা প্রর্দশনীর ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দিয়ে পশুপালকদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *