
দীপককুমার দাসঃ
শোভা মিনারেলস ও নির্মলা দেবী হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে মঙ্গলবার মহঃবাজারের শালদহ মোড়ে শোভা মিনারেলস-এ একটি ফ্রি মেডিক্যাল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে শোভা মিনারেলস, জয়পুরের মুগল মিনারেলস ও প্যাটেলনগর রিং ফ্যাক্টরিজ এর খড়ি শ্রমিকরা স্বাস্হ্য পরীক্ষা করান। এই ক্যাম্পে চিকিৎসক সৌরভ সাহা শ্রমিকদের স্বাস্হ্য পরীক্ষা করেন ও শারীরিক সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া নূন্যতম খরচে রোগীদের বিভিন্ন টেষ্ট করা হয়। এই পরিষেবা পেয়ে খুশি খড়ি শ্রমিকরা। শোভা মিনারেলসের ম্যানেজার সুপ্রিয় চৌধুরী বলেন, খড়ি শ্রমিকরা যাতে সুস্থ থাকতে পারেন সেকথা ভেবেই এই মেডিক্যাল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন বহু শ্রমিক এই ক্যাম্পে এসে তাদের শারীরিক পরীক্ষা করেন।
