
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর অভেদানন্দ মেলা উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ মঞ্চে আজ ১৩ ডিসেম্বর বেলা ১০টা নাগাদ অনুষ্ঠিত হয় সাধু সম্মেলন ও ধর্মসভা। বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরের অতিথি অধ্যাপক স্বামী সম্ময়ানন্দ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, আকালিপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী বাগীসানন্দন পুরী, তারাপীঠ রামকৃষ্ণ মহামন্ডলের শ্রীমৎ স্বামী হংসানন্দ, পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, আসানসোল শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সোআত্মানন্দ মহারাজ সহ রাজ্যের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা ধর্মালোচনায় অংশ নেন। সংগীত পরিবেশন করেন সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ধ্রুবানন্দ মহারাজ। দুপুরে ত্রিনয়নী মঞ্চে চলে সাধুসেবা ও ভান্ডারা উৎসব। এই অনুষ্ঠানে ২৫০ জন সাধু-সন্ন্যাসী সহ বহু ভক্তের সমাবেশ হয়,— এ কথা জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।


