বিপিন পালঃ
আজ বীরভূম জেলার কাঁকড়তলা থানার রসা গ্রামে দুর্গাপুর গৌরীদেবী হসপিটাল এ্যান্ড রিসার্চ ইনস্টিটিইট এর উদ্যোগে এবং হজরতপুর অঞ্চলের যুবকদের আয়োজনে রসা ২নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।আজকের শিবিরে ইসিজি, সিবিজি, ব্লাড প্রেসার, ওয়েট চক্ষু সহ অন্যান্য রোগের পরীক্ষা করা হয়। খয়রাশোল ব্লক এলাকায় এবছর ধান চাষ হয়নি। মানুষের হাতে টাকা নেই। বিনাব্যয়ে শারীরিক পরীক্ষা করাতে পেরে গ্রামীন মানুষেরা স্বভাবতই খুশি।ডাক্তারবাবুদের তরফে জানা যায় পরবর্তীতে যদি জটিল কোনো পরীক্ষা বা চিকিৎসার দরকার হয় তবে রোগীকে এখান থেকে দুর্গাপুর নিয়ে গিয়ে স্বাস্থ্য বিষয়ক যাবতীয় পরিষেবা দেওয়া হবে। আজকের শিবিরে পরীক্ষার জন্য বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন আয়োজক দীনবন্ধু রুইদাস, সৈয়দ আব্দুল আলিম, আলাউদ্দিন খান, আবু তালেব, এস কে সুশীল এবং দেবকুমার মন্ডল ছাড়াও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ রিতম দে, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অসিত বারিক, মেডিসিন বিশেষজ্ঞ অত্রেয়ী রায় ও ডাঃ দুর্গা প্রসাদ ছাড়াও বিশিষ্টজনেরা ও সাধারণ মানুষেরা।