
মেহের সেখঃ
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর হল ঘরে “বিদ্যাসাগর ও বেতালপঞ্চবিংশতি” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন বিদ্যাসাগর বিশেষজ্ঞ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ জ্যোৎস্না চট্টোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ সৌরভ দত্ত এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ অধ্যাপক জয়ন্ত কুমার সাহা। এছাড়াও উক্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ দেবাশিস মজুমদার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সঞ্জীব দাস, অধ্যাপক ডঃ বিকাশ পাল, অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়, অধ্যাপক শশাঙ্ক মন্ডল, অধ্যাপিকা হাসনুহেনা সহ বাংলা বিভাগের গবেষক /গবেষিকা এবং ছাত্র /ছাত্রী গন।