শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগ এবং ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান যৌথভাবে আজ ১৬ ডিসেম্বর ৫২ তম “বিজয় দিবস” উদযাপন করে। ভারতীয় জওয়ানদের প্রতি সম্মান এবং ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি রেলি সিউড়ি শহর পরিক্রমা করে। উল্লেখ্য, এই দিনটিতে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারত জয়ী হয়, পাকিস্তানকে পর্যুদস্ত করে। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত্থান ঘটে। তাই এই দিনটি স্মরণে বীরভূমে পথ নিরাপত্তার জন্য ট্রাফিক রুল, আলোচনা সভা, সেমিনার, ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন লেফটেন্যান্ট ড. হেমন্ত সাহা। উপস্থিত ছিলেন অধ্যাপক রামানন্দ রায়, সুবেদার মেজর, ডিএসপি সহ ট্রাফিক ওসি সিউড়ি প্রমুখ।