তীর্থকুমার পৈতণ্ডীঃ
আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি, ইতুপুজো। মুঠ সংক্রান্তির এক মাস পর হয় ইতুপুজো। অঘ্রাণের সংক্রান্তি মানেই ইতু সংক্রান্তি। এই ইতু লক্ষ্মী মূলত মেয়েদের পুজো। কলমীলতা, খিঁচুড়িলতার বিড়ের উপর বসানো হয় জল ভর্তি ঘট। ঘটের উপর দেওয়া হয় তেরোটি বড়ান ধানের শিষ। দেওয়া হয় সিন্দুর। পুজোয় দেওয়া হয় চিড়ে দুধ ফলের ভোগ। কেউ দেয় দুধ আষকে পিঠের ভোগ। ইতু লক্ষ্মীর পুজো করে তবেই মেয়েরা খাবার মুখে দেয়। ইতুলক্ষ্মীর পুজোর মধ্য দিয়েই শুরু হয় পৌষ বন্দনা। এদিন থেকেই শুরু হয় টুসু পুজো। গৃহকর্তী ভক্তি ভরে প্রণাম করে এক অঞ্জলী ফুল ঘটের উপর দেয়। ঘটের গায়ের লাগিয়ে দেয় সিন্দুর। মনে মনে বলে, এসো মা লক্ষ্মী, এসো। গৃহকর্তীকে অনুসরণ করে ঘরের মেয়ে বৌ কন্যারা।