আননের ৫০বছর বর্ষপূর্তি উপলক্ষে চারদিনের নাট্যোৎসব

দীপককুমার দাসঃ

নাট্যসংস্হা আননের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে শেষ পর্বের অনুষ্ঠানে চারটি নামী নাট্যদলকে নিয়ে নাট্যৎসবের আয়োজন করা হয়েছে সিউড়ির রবীন্দ্রসদনে। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় চারদিনের এই নাট্যৎসবের সূচনা হয়। পূর্ণ প্রেক্ষাগৃহে অলোক ঘোষ দস্তিদারের নৃত্য পরিচালনায় অলোক নৃত্য কলার নৃত্য শিল্পীদের নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশিষ্ট অতিথিদের সম্মাননা ঞ্জাপন করা হয়। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত ও নাট্য একাডেমীর সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, একাডেমী পুরস্কার প্রাপ্ত অনুবাদক পুষ্পিত মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য মলয় ঘোষ, আননের সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি স্বপন কান্তি ঘোষ। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে আনন নাট্যদলের প্রশংসা করেন এবং ৫০বর্ষপূতির শুভেচ্ছা জানান। পরিশেষে আখর নাট্যদল মাথুর পালা কীর্তন পরিবেশন করে। আনন্দী বসু তার কীর্তন গানের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে যান। রবিবার সন্ধ্যায় নাট্য আনন পরিবেশন করবে অ-পবিত্র নাটক। এছাড়া সোম ও মঙ্গলবার পরিবেশিত হবে মুখোমুখি নাট্যদলের টাইপিস্ট ও রঙরূপের মায়ের মতো। আননের পক্ষে স্বপন রায় বলেন, আননের ৫০তম জন্মদিন উপলক্ষে এই নাট্য উৎসব গত বছর হবার কথা ছিল কিন্তু করোণার কারণে সেটা বাতিল করতে হয়। এবছর ৫০তম বর্ষের শেষ পর্বের অনুষ্ঠান উপলক্ষ্যে চারদিনের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। কলকাতার নামী দলগুলি এই নাট্য উৎসবে নাটক মঞ্চস্থ করবে। শনিবার দিন এই নাট্য উৎসবে নাট্যপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *