গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দশমতম বীরভূম জেলা সম্মেলন, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দশমতম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সিউড়ি সাহিত্য পরিষদ এর সভাকক্ষে। সংঘের সভাপতি অমরেন্দ্র দত্ত সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার শুভসূচনা করা হয়। সেইসাথে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। আলোচনা সভার সূত্রপাত করেন সংগঠনের রাজ্য কমিটির কোষাধক্ষ্য শ্রীনিবাস ধর। সভায় প্রতিবেদন পাঠ করে শোনান যুগ্মসম্পাদক তড়িৎ কুমার ভাদুড়ী। বাৎসরিক আয় ব্যায়ের হিসাব পেশ করেন শ্ৰী অপূর্ব কুমার সেনগুপ্ত। প্রতিবেদনের উপর ১১জন বক্তব্য রাখেন। এদিনের সভা থেকে সর্বসম্মতিক্রমে অমরেন্দ্র দত্তকে সভাপতি, সাজাদ আলী খান ও তড়িৎ কুমার ভাদুড়ী যুগ্ম সম্পাদক ও অপূর্ব কুমার সেনগুপ্ত কোষাধক্ষ্য নির্বাচিত হন। গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বিভিন্ন নাট্যদলের পক্ষ থেকে সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। বীরভূম কুশীলব তাঁদের নাটক ‘মুক্তি’ মঞ্চস্থ করেন সভা মঞ্চে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লোকশিল্পী ও গীতিকার রতন কাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *