সুজাতা দাস সাহাঃ
গত ১০ ডিসেম্বর সিউড়ি রবীন্দ্র সদন হলে উদযাপিত হয়ে গেল ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস, বীরভূম জেলা সম্পাদক মাননীয় শ্রী দয়াল দাস মহাশয়ের আন্তরিক উদ্যোগে। দুর্বল মানুষেরা প্রতিনিয়ত সবলের দ্বারা অত্যাচারিত হয়। তাই মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে শুভ বুদ্ধি সম্পন্ন প্রতিটি সংবেদনশীল মানুষের কাছে মানবাধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানানো হয় এই সভায়। সভায় উপস্থিত ছিলেন মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী, বিধায়ক সিউড়ী বিধানসভা, মাননীয় শ্রী গৌরহরিচন্দ্র, সভাপতি বার অ্যাসোসিয়েশন, মাননীয় শ্রী শ্রীকান্ত রায়, গভর্নমেন্ট প্লিডার, জেলা জজ আদালত, বীরভূম, মাননীয় শ্রী অঞ্জন কর, পৌর পিতা সিউড়ী পৌরসভা, মাননীয়া শ্রী আই ভি আচার্জী, জেলা সুরক্ষা আধিকারিক বীরভূম এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে মানবাধিকার সংক্রান্ত গান পরিবেশন করে নায়ক লোকসংস্থার শিল্পীরা এবং ইয়ং নাট্য সংস্থা মঞ্চস্থ করে নাটক ‘মনের আলো’। অনুষ্ঠানের শেষে দুঃস্থদের কম্বল বিতরণ করা হয়।