বিজয়কুমার দাসঃ
২১ ডিসেম্বর দুপুরে সাঁইথিয়া নন্দিকেশ্বরীতলায় শহর তৃণমূল এক বিক্ষোভ সমাবেশ করে কার্যত হুঁশিয়ারি দিল বিজেপি দলকে। কয়েকদিন আগে সাঁইথিয়া থানার সামনে এক সমাবেশে বিজেপির পক্ষে সাঁইথিয়া শহর তৃণমূলের কিছু নেতার নামে বিষোদগার করে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়। পাশাপাশি সাঁইথিয়া থানার পুলিশের উদ্দেশেও বলা হয়, তৃণমূলের দালালি করলে আখেরে ফল ভুগতে হবে। ২১ ডিসেম্বরের বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপির মত সাম্প্রদায়িক দলকে বিগত লোকসভা নির্বাচনে জনগণ উচিৎ শিক্ষা দিয়েছে। তবু তাদের শিক্ষা হয়নি। তিনি বলেন, অনুব্রত মন্ডল চিরকাল জেলে থাকবেন না এটা যেন বিজেপি মনে রাখে। এই জেলা তথা সাঁইথিয়া শহর তৃণমূলের শক্ত ঘাঁটি। চারিদিকে মমতা ব্যানার্জীর উন্নয়নের ছবি। তাই বিজেপিকে পরিত্যাগ করুন। শ্রীমুখোপাধ্যায় কার্যত পুলিশকেও হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিজেপির দালালি করে পুলিশ বাঁচবে না।বিধায়ক নীলাবতী সাহা বলেন, বিজেপি সাঁইথিয়া শহরের শান্তি নষ্ট করতে চাইছে। জনগণ ওদের সাথে নেই। এদিনের সভায় সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন তৃণমূলের যুবনেতা দেবাশিস সাহা ও শান্তনু রায় প্রমুখ।