সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সদ্যোজাত শিশু চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় বুধবার। মুরারই থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামের লক্ষী খাতুন নামে সন্তানসম্ভবা মহিলাকে গত ১০ডিসেম্বর শনিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ ডিসেম্বর একটা সদ্যজাত পুত্র সন্তান প্রসব করেন। ২১ ডিসেম্বর সকাল ৭:৩০ নাগাদ প্রসূতি বিভাগ থেকে চুরি হয়ে যায় সদ্যোজাত শিশুটি।গর্ভবতীর সাথে থাকা তার মায়ের বিবরণ অনুযায়ী আজ সকালে বেডের মধ্যে মা ও শিশুকে রেখে হাসপাতালের বাইরে চা আনতে যায়। এরপর এসে দেখেন মায়ের কাছে বাচ্চা নেই। জিজ্ঞাসা করে জানতে পারেন বাচ্চা কান্না করার মুহুর্তে এক মহিলা এসে বাচ্চাটা কোলে তুলে নিয়ে যায়। তারপর সন্ধান করতেই দেখা যায় বাচ্চা সহ মহিলা নিখোঁজ।হাসপাতালে এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসেন। সদ্যোজাত শিশুটি উদ্ধারের ব্যবস্থা করতে হবে বলে পরিবার পরিজনের দাবি। সেই দাবি নিয়ে স্থানীয় হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।সেইসাথে হাসপাতাল সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে ও সামিল হয়। রামপুরহাট থানার পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন।রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা যায় ৭ জনের মেডিক্যাল টীম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ ও তদন্তে নেমেছেন।