সন্তোষ পালঃ
শিক্ষা-স্বাস্থ্য সেবা-দেশপ্রেম ও বিশ্ব মৈত্রী এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে বীরভূম জেলার কিশোর বাহিনী পঞ্চদশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো আজ হেতমপুর রাজবাটির পিটিটিআই কলেজের হল ঘরে। দুই দিনের প্রশিক্ষণ শিবিরের আজ ২১ ডিসেম্বর শুভ উদ্বোধন করেন রাজ্য কার্যকরী সহ প্রধান পরিচালক প্রবোধ মন্ডল। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য নিরঞ্জন পাল, বর্ধমান জেলার অন্যতম সদস্যা তনিমা রুইদাস, বীরভূম জেলার কিশোর বাহিনীর মুখ্য সংগঠক কার্তিক বাগ্দী। প্রায় ৭০জন কিশোর-কিশোরী প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। বিজ্ঞান বিষয়ক আলোচনা, ভঙ্গী গীতি, শারীরশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আজ। এ বিষয়ে রাজ্য কার্যকরী সহ-প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল বলেন পাঁচটি মূল বিষয়কে কেন্দ্র করে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।