বিজয়কুমার দাসঃ
নাটকের মরশুম এখন জেলা জুড়ে। জেলার দলগুলির পাশাপাশি ভিন্ন জেলা এবং রাজ্য ও দেশের বাইরের নাট্যদলও আমন্ত্রিত হয়ে আসছে জেলার বিভিন্ন নাট্য উৎসবে। সম্প্রতি সিউড়ি রবীন্দ্র সদনে আনন গোষ্ঠীর পঞ্চাশ বছর উদযাপনের ৪ দিন ব্যাপী নাট্য উৎসবে কলকাতার ৪ টি দলের নাটক দেখার সুযোগ পেলেন জেলাবাসী। প্রতিদিনই পূর্ণ প্রেক্ষাগৃহে নাটক অভিনীত হয়েছে। এবার আসছে বাংলাদেশের নাটক। বাংলাদেশের উল্লেখযোগ্য নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্র তাদের জনপ্রিয় প্রযোজনা নিয়ে ভারতে তথা পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার এসে নাটক পরিবেশন করে সুনাম অর্জন করেছে। এবার তাদের ভারত সফরের এই সূচিতে সিউড়ি, সাঁইথিয়া ও লাভপুরে নাটক পরিবেশন করবে তারা। গোবরডাঙা নকশার আন্তর্জাতিক নাট্য উৎসবে নাটক পরিবেশন করার পর ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সিউড়ি রবীন্দ্র সদনে আত্মজ দলের আয়োজনে “কী চাহ শঙখচিল” নাটক পরিবেশন করবে। এই সন্ধ্যায় সম্বর্ধনা জানানো হবে বাংলাদেশের অভিনেতা ও অভিনেত্রীকে। পরদিন ২৫ ডিসেম্বর সাঁইথিয়া রবীন্দ্র ভবনে আত্মজ ও আসরনাট্যম আয়োজনে প্রতি মাসের থিয়েটারে শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশন করবে মমতাজউদ্দীন আহমেদ এর গল্প অবলম্বনে “কী চাহ শঙখচিল” নাটক। ২৬ ডিসেম্বর আবার সিউড়িতে। জোনাকী মঞ্চে পরিবেশিত হবে তাদের “বীরাঙ্গনার বয়ান” নাটক। পরদিন সন্ধ্যায় লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনীর আমন্ত্রণে “কী চাহ শঙখচিল” নাটকটি পরিবেশিত হবে। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের কর্ণধার খোরশেদুল আলম ও অভিনেত্রী রওশন জান্নাত রুশনী জানিয়েছেন, বীরভূম আমাদের প্রিয় জায়গা। সেখানকার দর্শকদের সামনে নাটক পরিবেশনের আমন্ত্রণ পেয়ে অভিভূত। বাংলাদেশের নাটক দেখার জন্য নাট্যপ্রেমী দর্শকের আগ্রহ লক্ষ্য করা গেছে সিউড়ি, সাঁইথিয়া ও লাভপুরে।