সারদা মায়ের জন্মদিন ও আশ্রমের ২১ তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে

শম্ভুনাথ সেনঃ

সারদামায়ের জন্মদিন উপলক্ষে বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হল ১৭০ তম জন্মদিন উৎসব। ১৮৫৩ খ্রিস্টাব্দের এমন এক ২২ শে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মেছিলেন মা সারদা। আজ মায়ের আবির্ভাব দিন উপলক্ষে আশ্রমের উদ্যোগ ও আয়োজনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালেই মায়ের প্রতিকৃতি নিয়ে প্রভাতফেরি মল্লারপুর এলাকা পরিক্রমা করে। শুরু হয় বিশেষ পূজা ও হোম- যজ্ঞ ! এই উপলক্ষে আশ্রম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামপুরহাট হসপিটাল ব্লাড ব্যাংক সেন্টার রক্ত সংগ্রহ করে। স্থানীয় ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের BMOH ডাঃ সৌরভ চক্রবর্তী সস্ত্রীক এদিন রক্ত দান করেন। এদিন আগত ভক্ত-শিষ্যদের মধ্য থেকেই মোট ৬২ জন স্বেচ্ছায় রক্ত দেন। দুপুরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। উপস্থিত ছিলেন বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রমের সংঘপিতা স্বামী গৌড়ানন্দ মহারাজ, তারাপীঠ রামকৃষ্ণ মহামন্ডলের সভাপতি স্বামী হংসানন্দ মহারাজ, সাঁইথিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী ধ্রুবানন্দ মহারাজ, আলমবাজার মঠের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ প্রমুখ। এদিন দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।ছিল হাজার হাজার ভক্ত সেবার আয়োজন। উল্লেখ্য, ঠিক ২১ বছর আগেই ২০০১ সালে মল্লারপুর ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এই আশ্রম গড়ে ওঠে। আশ্রমের এই সূচনালগ্নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অধ্যাপক ড. আশিস ব্যানার্জি। ভক্তদের কাছে একথা জানান স্বামী সারদাত্মানন্দ মহারাজ। এই ২১ বছরেই এই আশ্রম মহীরুহে পরিণত হয়েছে। সামাজিক কর্মকাণ্ডে নজর কেড়েছে জেলা বাসীর। আজ এই আশ্রমের বার্ষিকী উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার ড. আশিস বাবু। এদিন স্থানীয় টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.অমিত কুমার চক্রবর্তী আশ্রমের গড়ে ওঠার ইতিহাস ও নানা সামাজিক কর্মকাণ্ডের কথা ভক্তদের কাছে তুলে ধরেন। অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক-সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *