
পীযূষ মণ্ডলঃ
২২ডিসেম্বর বীরভূমের মল্লারপুর থানার ঘোষগ্রামে প্রত্যেক বছর পৌষ মাসের প্রতিটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা হয় এবং সেই উপলক্ষে মেলা বসে। দূরদূরান্ত থেকে ভক্তের ভিড় বেশ ভালই হয়। রকমারি দোকানপাঠে সৌন্দর্য বেড়ে ওঠে ঘোষগ্রামের। মা লক্ষ্মীর মূর্তি ও করি মেলা বিশেষ আকর্ষণ। লাল আলু দিয়ে তৈরি মিষ্টি বিশেষ খ্যাতি অর্জন করেছে। প্রাচীন ঐতিহ্য করি মেলা আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। পুলিশি টহলদারিতে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের মেলা চলছে।



