
শম্ভুনাথ সেনঃ
দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুর গলায় ভোজালির কোপ মারল শ্যালক। ঘটনাস্থলে মৃত্যু হয় জামাইবাবু কৃষ্ণ কর্মকারের। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘাতক শালা বিশাল মাল কে ধরে ফেলেন ও তার সঙ্গে থাকা একজন কে ধরে গাছে বেঁধে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায়। জানা গিয়েছে, কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল বিশালের দিদির। বিশালের পরিবার ডিভোর্স চাইছিল। তাতে কৃষ্ণ রাজি হয়নি। সেই বিবাদের জেরে বিশাল তার বাড়িতে ৪-৫ জন বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয় এবং তার গলায় ভোজালির কোপ মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় জামাইবাবু কৃষ্ণ কর্মকারের। বিশাল মালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
