দীপককুমার দাসঃ
প্রায় আড়াইশো বছরের প্রাচীন সিউড়ির লালকুঠিপাড়ার লাল গির্জা। নর্দান ইভানলজিক্যাল লুথারিয়ান চার্চ বা নেল চার্চ ইটালিয়ান স্থাপত্যের অনুকরণে তৈরি। সেই গির্জায় এবারও বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে। নানা ধরণের সাজে সাজানো হয়েছে চার্চের অন্দর। আলোকমালায় আলোকিত করা হয়েছে চার্চ। চার্চের বামদিকে গোশালা বানানো হয়েছে। সেখানে প্রভু যীশুর জন্মের দৃশ্য তুলে ধরা হয়েছে। এবার লাল গির্জা বা অল সেন্টস চার্চ চত্বরে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে পাকা মঞ্চ বানানো হয়েছে। সেই মঞ্চের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। উপস্থিত থাকার কথা প্রশাসনের কর্তাব্যক্তিদের। আজ শনিবার সন্ধ্যা পাঁচটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সাড়ে পাঁচটায় নতুন মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আগামীকাল বড়দিন উপলক্ষে সকাল সাতটায় প্রার্থনা ও বিকেল পাঁচটায় খ্রীষ্ট্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানান এই চার্চের কোষাধ্যক্ষ সমরজিৎ দাস।