শম্ভুনাথ সেনঃ
গ্রামীণ ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং গ্রামের যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে এক নয়া উদ্যোগ। গ্রামীণ প্রতিযোগীদের নিয়ে ব্লক স্তরে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। বীরভূমের নয়টি ব্লকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ২৫ ডিসেম্বর রাজনগর ব্লকে নেহেরু যুব কেন্দ্র, বীরভূম এর উদ্যোগে, “রাজনগর গ্রামসহায় কেন্দ্রের” ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় “ভিলেজ ক্লাস্টার লেভেল স্পোর্টস মিট” এর চূড়ান্ত প্রতিযোগিতা। ২৪-২৫ ডিসেম্বর দু’দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় “তাঁতিপাড়া” গ্রাম পঞ্চায়েতের গুলালগাছি “উত্তরণ সংঘ” ক্লাবের ফুটবল ময়দানে। ফুটবল, ভলিবল, স্লো-সাইকেল, ২০০ মিটার দৌড় ও হাড়িভাঙা এই পাঁচটি ইভেন্টে এলাকার ১৫-২৯ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্রের হিসাব রক্ষক সুভাষ মান্না সহ রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক উত্তম মন্ডল, সভাপতি সেখ রিয়াজউদ্দিন, ক্রীড়া অনুরাগী প্রভাত দত্ত, সুনীল কুমার সাহা, সংস্থার সক্রিয় সদস্য কল্পনা ভান্ডারী, রথিন সাহা, স্বপন বাগদি প্রমুখ। ঝিকড়া ফুটবল টিম উইনার্স, ছাতিনা ফুটবল টিম রানার্স ট্রফি পায়। তাছাড়া অন্যান্য সফল প্রতিযোগিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার। উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি “২০২৩” বীরভূমের মল্লারপুর হাইস্কুল ময়দানে জেলাস্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা “নেহেরু যুব কেন্দ্রের” পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।