দ্বিতীয় বর্ষপূর্তিতে “শাস্ত্রীয় সংগীত” প্রতিযোগিতা দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

আজ ২৫ ডিসেম্বর বীরভূমের দুবরাজপুর “বন্দিশ” সংগীত একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিনভর চলে শাস্ত্রীয় কন্ঠসঙ্গীত এবং তবলা লহরা প্রতিযোগিতা। জেলা, ভিন জেলা এবং ভিন রাজ্যের ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারকের আসনে উপস্থিত ছিলেন প্রথিতযশা দুই শিল্পী শ্রীমতি পর্না চ্যাটার্জী ও জয় ব্যানার্জি। একই মঞ্চে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তবলা বিভাগের অধ্যাপক ড.পার্থ দে, বাঁকুড়া মেজিয়া গভমেন্ট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ। একাডেমির কর্ণধার, শিক্ষক মৃন্ময় দত্ত জানিয়েছেন, “সুস্থ সংস্কৃতির লক্ষ্যে দুবরাজপুরের বুকে সংগীত শিক্ষার্থীদের জন্য ‘বন্দিশ’ এর পথচলা। যখন শিশুকাল থেকে পড়ুয়ারা মোবাইলমুখী হয়ে পড়ছে, সে সময়ে “বন্দিশ” এগিয়ে চলেছে সংগীত চর্চায়। নজর কেড়েছে এলাকার সংস্কৃতি সচেতন মানুষের। এদিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *