সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে

দীপক কুমার দাসঃ

২৫ ডিসেম্বর, রবিবার সিউড়ির ডি এস এ গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবছর ২৫ ডিসেম্বর এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারও ২৫ ডিসেম্বর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় ৬৮টি ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশ নেয়। এছাড়া অভিভাবকদের জন্য ছিল কয়েকটি ইভেন্ট। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রী তথা অভিভাবকদের চরম উৎসাহ ছিল, তারা সিউড়ির ডি এস এ মাঠের গ্যালারি ও মাঠের ফেন্সিং এর বাইরে থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন। বিগত দুবছর করোণার কারণে এই প্রতিযোগিতা হতে পারেনি। এবার এই প্রতিযোগিতায় ১২০০ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে বলে জানান এই বিদ্যালয়ের আচার্য্য রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। খুদে প্রতিযোগিরা বিশ্ব উষ্ণায়ন, ট্রাফিক আইন মেনে চলা, অগ্নি ৫ সহ বিভিন্ন বিষয়ক সাজে সজ্জিত হয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *