
শম্ভুনাথ সেনঃ
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুঃস্থ পরিবারের পড়ুয়াদের ইংরেজি শিক্ষায় সাবলীল করার জন্য খুব সম্প্রতি গড়ে উঠেছে এই স্কুল। কিন্তু নেই কোনো স্কুল ঘর। বীরভূমের সিউড়ী সংলগ্ন হুসনাবাদে, ডি এম বাংলোর পেছনের মাঠে চলে এই অস্থায়ী পাঠদান কেন্দ্র। এলাকার দরিদ্র বাচ্চাদের দেওয়া হয় ইংরেজি মাধ্যমে শিক্ষাদান। প্রতি রবিবার চলে এই ক্লাস। কখনও গাছতলায় কখনো বা কোনো ফাঁকা জায়গায়। বর্তমানে ১০০ এর বেশী ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়। একথা জানিয়েছেন শিক্ষিকা তেহরুন্নিসা। পেশায় তিনি বেসরকারি সংস্থার স্কুল শিক্ষিকা। গরিব ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ইংরেজিতে সাবলীল করার লক্ষ্যেই সংস্থার এই উদ্যোগ। বর্তমানে সরকারের কাছে একটা ঘরের আবেদন করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় বেশ কজন শিক্ষিত যুবক-যুবতী সাহায্যের হাত বাড়িয়েছেন। কেউবা দিয়েছেন লেখা-পড়ার সরঞ্জাম। আজ বড়দিনে এই পড়ুয়াদের নিয়েই সদর সিউড়ির বিশিষ্ট ম্যাজিসিয়ান কামাল ব্রাদার্স তাদের ম্যাজিক দেখিয়ে আনন্দ দেয়। জুনিয়র কামাল ব্রাদার্স এম জে কামাল অ্যালেক্স ও এম আই কামাল অ্যালভী সহযোগিতা করে এই ম্যাজিক প্রদর্শীনিতে। ম্যাজিসিয়ান এম এস কামাল রয়েল ও এম এম কামাল রুমন জানান-এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য বড়দিনে এই ম্যাজিক উপহার।ম্যাজিক যে শুধু সাইন্স। কোনো ভৌতিক, কুসংস্কার বিষয় নয় সে বিষয়েও শিশুদেরকে সচেতন করা হয়।

