দীপককুমার দাসঃ
বৃহস্পতিবার সকাল দশটা থেকে জলের দাবিতে কিছুক্ষনের জন্য পথ অবরোধ করে মহঃবাজার থানার প্যাটেলনগর আদিবাসী পাড়া ও রাজ্যধরপুরের বাসিন্দারা। ক্যানেলপাড়ে থাকা এই দুটি গ্রামের বাসিন্দাদের দাবি ক্যানেলে জল নেই, বাসনমাজা, কাপড়কাচা, স্নান সহ পশুপাখির পানীয় জলও দূর থেকে আনতে হচ্ছে। অবিলম্বে দৈনিক ব্যবহারের জন্য জল তিলপাড়া থেকে ছাড়া হোক। মহঃবাজার-সাঁইথিয়া রাস্তা কিছুক্ষণ অবরোধ করেন ঐ দুটি গ্রামের বাসিন্দারা। পরে বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। অবরোধকারীদের পক্ষে সুকুমার মাপারু জানান, দীর্ঘ দিন ধরে ক্যানেলে জল নেই বললেই চলে, ফলে বাড়ির কাজের প্রয়োজনীয় জল নিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া বাড়ির পশুপাখির পানীয় জলও পাওয়া যাচ্ছে না। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। উনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।