
দীপককুমার দাসঃ
আজ বুধবার সঙ্গীত, অঙ্কন,তবলা ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় সুরভান মিউজিক একাডেমির উদ্বোধন উপলক্ষ্যে। এই প্রতিযোগিতায় বীরভূম ছাড়াও মুর্শিদাবাদ ও বর্ধমানের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগিরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেন। এদিন সুরভান মিউজিক একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ কবিয়াল কল্যাণ সুন্দর বিশ্বাস অমরনাথ ব্যানার্জী প্রমুখগুণী মানুষজন। বহু মানুষের সমাগমে এদিনের অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর। সুরভান মিউজিক একাডেমির কর্ণধার প্রিয়াংশু মুখার্জী বলেন, সুরভান মিউজিক একাডেমিতে একই ছাদের তলায় বিভিন্ন গান, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, মেহেন্দি, অঙ্কন শেখানো হবে। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই মিউজিক একাডেমির পথচলা শুরু হলো।