
সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনস্থ বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলার ১৫-২৯ বছর বয়সী যুবক যুবতীদের জন্য অনলাইনের মাধ্যমে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি। উল্লেখ্য ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে এটার আয়োজন বলে নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক রায়া দাস জানিয়েছেন। বক্তব্যের বিষয়বস্তু রাখা হয়েছে–“নেতাজি সুভাষ চন্দ্র বসু – অমৃত কালের যুগে তার জীবন ও উত্তরাধিকার”। ১৫ থেকে ২৯ বছর বয়সী অর্থাৎ ০১.০১.২০২৩ তারিখ হিসেব অনুযায়ী যুবক-যুবতীরা এই জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে । আগামী ৫/১/২০২৩ তারিখের মধ্যে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হয় নীচের দেওয়া লিঙ্কে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3EmpJ6i-Cetfr9jwM3bceW770BsdXJoD6FC6dCYmwntEf6g/viewform