
শম্ভুনাথ সেনঃ
শহর কলকাতা থেকে দুটি পরিবার সড়কপথে গাড়িতে করে বেড়াতে এসেছিল বীরভূমে। আজ দুপুরে সতীপীঠ কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে শান্তিনিকেতনে আসেন তাঁরা। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই তাদের চার চাকা গাড়িতে আগুন ধরে যায়। শান্তিনিকেতন শ্যামবাটি রোডের উপর রতনকুঠি গেস্ট হাউসের পাশে রাস্তায় পর্যটকদের এই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল দপ্তরে। বোলপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। পর্যটকদের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাস্তায় যানজট শুরু হয়। খুব স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হতাহতের কোনো খবর নেই।