রবীন্দ্র স্মৃতিতে “ছায়াবীথি” সংগ্রহশালা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন শান্তিনিকেতন ডাকবিভাগে

সেখ রিয়াজুদ্দিন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে ডাক বিভাগের উদ্যোগে ছায়াবীথি সংগ্রহশালা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পোস্টাল সুপার মৃগাঙ্ক কুমার মাইতি সহ অন্যান্যরা। শান্তিনিকেতন ডাক বিভাগে ডাকটিকিট সংগ্রহশালায় বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে শান্তিনিকেতনের চর্ম শিল্পকে। ডাকঘরের সাথে রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের সমন্বয়ে বিভিন্ন কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস থেকে শুরু করে ছোটগল্পকেও ডাক টিকিটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও সংগ্রহশালায় রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি, বিভিন্ন শিল্প ভাস্কর্য, সংগীতে ব্যবহারের বাদ্যযন্ত্রের সম্ভারও রাখা হয়েছে। ডাক বিভাগের উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে এই সংগ্রহশালাটি তৈরি করা হয়েছে। সর্বসাধারণের জন্য সংগ্রহশালাটি নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকবে। সব মিলিয়ে রবীন্দ্রনাথকে অন্য আঙ্গিকে তুলে ধরার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বোলপুর-শান্তিনিকেতনবাসী তথা রবীন্দ্রপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *