সেখ রিয়াজুদ্দিন
বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে বড়সড় সাফল্য অর্জন লাভপুর থানার পুলিশের। ধৃতদের কাছ থেকে ৯টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও বাইক উদ্ধারের তল্লাশি চালাচ্ছে লাভপুর থানার পুলিশ৷ পুলিশসূত্রে জানা যায়, কাটোয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বাইক চুরির ব্যাপারে জেরা করা হয়। সেই সূত্র ধরে পরপরই বেশ কয়েকদিন ধরে লাভপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এরপরেই বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে ৯টি বাইক উদ্ধার করা হয়েছে৷ সেই বাইকগুলি বীরভূম-সহ অন্যান্য জেলা থেকে চুরি করা হয়েছে বলে জানিয়েছে ধৃতরা৷ ধৃতদের দু’জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বাইক চুরি পাচারচক্রের সঙ্গে যুক্ত ধৃত দু’জন। পুলিশের অনুমান ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করা যাবে। বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, “ধৃতদের জেরা করে মূল অভিযুক্তকে আমরা ধরতে চাই৷