সেখ রিয়াজুদ্দিনঃ
বেপাত্তা ছয় অভিযুক্তদের সন্ধানে আজ মঙ্গলবার হুলিয়া জারি হয়। বীরভূমের লোকপুর থানার হরিপুর গ্রামে বেপাত্তা আসামীদের নামে আদালত থেকে এই নোটিশ জারি হয়। অভিযুক্তদের বাড়ির দরজায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তির পোস্টার সেঁটে দেওয়া হয়। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের সাথে ঝগড়ার পরিপ্রেক্ষিতে গুরুতর ভাবে জখম হয় সেখ জাকিম নামে (৩৭) এক যুবক। চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতাল থেকে বর্ধমান পরে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হলে রাতের মধ্যে সেখানে মারা যায়। ঝামেলার মুহুর্তে লোকপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। মৃত্যুর পরে লোকপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ১০ জনের নামে। তার পর বিভিন্ন সময়ে ফের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।মোট ৪ জন অভিযুক্ত ব্যক্তি রয়েছে বর্তমানে জেল হেফাজতে। বাকিদের মধ্যে সেখ মহসিন, সেখ নাসির, সেখ মামুল, মতিন খান, পরেসা বিবি ও নার্গিস বিবি মোট ৬ জন বর্তমানে নিখোঁজ। দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নির্দেশ অনুযায়ী তাদের নামে আজ হুলিয়া জারি হয়। লোকপুর থানার পুলিশ হরিপুর গ্রামে সেই বিজ্ঞপ্তির পোস্টার সেঁটে গেলেন বেপাত্তা আসামীদের বাড়ি সহ জনবহুল এলাকায়।