সাঁওতালি ভাষায় শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারত যাকাত মাঝি পরগনা মহল বীরভূম জেলা কমিটির ডাকে বুধবার মল্লারপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই পদক্ষেপ বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি যে সাংবিধানিক স্বীকৃতি অনুযায়ী নিজেদের মাতৃভাষায় তথা সাঁওতালি ভাষায় শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটানো। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি ভাষায় এবং অলচিকি হরফে যদি পড়াশোনার ব্যবস্থা হয় তাহলে আদিবাসী সমাজ আরো শিক্ষায় উন্নতি লাভ করতে পারবে। এই সংগঠন মূলত সামাজিক, আদিবাসী সমাজ উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। শিক্ষার বিষয়ে বারবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু সদর্থক ভূমিকা পালন করেননি। যার প্রেক্ষিতে আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠনের ডাকে সর্বত্র একযোগে পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, সেই হিসেবে বীরভূম জেলায় ও পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সাঁওতালি ভাষায় শিক্ষা ব্যবস্থা ছাড়াও ২০০৬ বনধিকার আইন কার্যকর করা। এসসি এসটি দের শূন্যপদ পূরণ করা সহ মোট দশ দফা দাবির প্রেক্ষিতে আজকের এই পথ অবরোধ বলে একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনান ভারত যাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির সেবক রামচন্দ্র মার্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *