
সেখ রিয়াজুদ্দিনঃ
অন্যান্য বছরের নেই এবছর শীতের প্রকোপ রয়েছে যথেষ্ট। প্রশাসনিক ভাবে এবিষয়ে সতর্কতা অবলম্বন তথা সাবধানে থাকার বার্তা দেওয়া হচ্ছে । পাশাপাশি জেলা পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও ধর্মীয় সংগঠন গত ভাবেও শীতের প্রকোপে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চালানো হচ্ছে। অনুরূপ রবিবার রাজনগর ব্লকের গায়সাড়া শরীফে “বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্ট”র উদ্যোগে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন। উল্লেখ্য ট্রাষ্ট্রের প্রথম কর্মসূচি হিসেবে এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করে তাদের পথ চলা শুরু । আগামী দিনে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির,স্বাস্থ্য চিকিৎসা শিবির সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে একান্ত সাক্ষাৎকার জানান খানকাহে বোখারিয়া গায়সাড়া শরীফের গদ্দীনসিন হজুর সৈয়ফে মিল্লাত সৈয়দ সাইফুল হোসেন বোখারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আহমেদ হোসেন বোখারী ওরফে শাদবাবা সহ স্থানীয় উদ্যোগী যুববৃন্দ।