
সন্তোষ পালঃ
বীরভূম জেলার দুবরাজপুর ব্লক কমিটির পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ-এর উদ্যোগ আজ দুবরাজপুর আর. বি. এস. ডি. হাইস্কুলে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় দুবরাজপুর আর. বি. এস. ডি হাইস্কুলের সভাকক্ষে। আর. বি. এস. ডি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ২০২২ সালে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক ড. নীলমাধব নাগ, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পার্শ্বশিক্ষক জগবন্ধু দাস, এবং গাড়া -পদুমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পার্শ্বশিক্ষিকা দীপালি সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। সারদা বিদ্যাপীঠের পার্শ্বশিক্ষক যশোদানন্দন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর আর. বি. এস. ডি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়ক, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশীষ চট্টরাজ, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব চৌধুরী সহ বিশিষ্ট অতিথিগণ ও দুবরাজপুর ব্লক ও পৌর এলাকার পার্শ্বশিক্ষক-পার্শ্বশিক্ষিকারা। মুখ কথা পরিবেশন করেন বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক নয়ন মুখার্জী। এরপর সাধারণ শিক্ষকদের পাশাপাশি পার্শ্বশিক্ষকদের পঠনপাঠনের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ। পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে তিন অবসরপ্রাপ্ত শিক্ষককে উত্তরীয়, পুষ্পস্তবক, মেমেন্টো, কলম, ডায়েরীসহ অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। কথায়, কবিতায়, সংগীতে, নৃত্যে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। সঞ্চালনায় ছিলেন শম্ভুনাথ সেন।
