হাম-রুবেলার টিকাকরণ শুরু রাজনগরে

উত্তম মণ্ডলঃ

৯ থেকে ১৫ বছর বয়সের কিশোর-কিশোরীদের জন্য সরকারি উদ্যোগে হাম-রুবেলার টিকাকরণ শুরু হলো রাজনগরে। নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব, বধিরতা, মানসিক প্রতিবন্ধকতা, জন্মগত হার্টের সমস্যাসহ একাধিক রোগ থেকে মুক্তি পেতে এই টিকাকরণ বলে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচির অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বলা হয়েছে। রাজনগর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ অঞ্চলে শিবিরটি আয়োজিত হয় বাঁদি গ্রামের বাঁদি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে। হাজির ছিলেন স্বাস্থ্যকর্মী নমিতা গঁরাই, সন্তোষী মণ্ডল, টিয়া ধীবর, মালতি মণ্ডল, অপর্ণা সাহা। ছেলে-মেয়েদের টিকা দিতে সকাল থেকেই হাজির ছিলেন এলাকার অভিভাবক-অভিভাবিকারা। এ বিষয়ে বাঁন্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত সেবিকা নমিতা গ‍‌ঁরাই জানান, হাম-রুবেলা নির্মূল করতেই আমাদের এই টিকাকরণ অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *