
সন্তোষ পালঃ
রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে হাম এবং রুবেলা ভাইরাস সংক্রমণ রুখতে টিকাকরণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকলকে এই টিকা দেওয়া হচ্ছে। রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ দেওয়া হয় এই টিকা। দুবরাজপুর ব্লকের চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয়, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আজ এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়। চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বহু স্থানীয় শিশুকে এই টিকা দেওয়া হয়। বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজ। প্রায় পাঁচশত ছাত্র ছাত্রী আজ এই টিকা নেয়। বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব চৌধুরী জানান তিনটি সেন্টারে এই টিকা দেওয়া হয় দুবরাজপুর স্বাস্থকেন্দ্রের পক্ষ থেকে।

