দীপককুমার দাসঃ
সোমবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্রসদনে সংস্কার ভারতীর সিউড়ি শাখার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার ৭৫তম অমৃত মহোৎসব উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবনাথ চট্টোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার সুব্রত নাগ, লোকসঙ্গীত শিল্পী তথা এই শাখার সভানেত্রী স্বপ্না চক্রবর্তী। কলা ঋষি পদ্মশ্রী বাবা যোগেন্দ্র এর জন্মশতবর্ষে তাঁর ছবিতে মাল্যদান করে ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেত সঙ্গীত পরিবেশন করে এই সংস্থার শিল্পীরা। কবি গান পরিবেশন করেন দুই শিল্পী। এরপর ভবানন্দ দাসের সঙ্গীত পরিচালনায় ঋষি অরবিন্দের জীবনের উপর গীতি আলেখ্য “দীপঙ্কর শ্রী অরবিন্দ” পরিবেশিত হয়। গীতি আলেখ্যের সাথে সাথে শীর্ষ আচার্য্যের তুলিতে ক্যানভাসে আঁকা হয় শ্রী অরবিন্দের মুখাবয়ব। পরিশেষে তিলক সেনগুপ্তের ভাবনা ও সামগ্রিক পরিকল্পনায় ভারতের স্বাধীনতা আন্দোলনে যেসব বঙ্গললনা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বহ্ণি বিহঙ্গ নাটক মঞ্চস্থ হয়। স্বাধীনতা সংগ্রামে ভগিনী নিবেদিতা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ননীবালা দেবী সহ যে সব বীরাঙ্গনারা স্বাধীনতার আন্দোলনে জীবন পণ করে অংশগ্রহণ করেছিলেন কথায়, নৃত্যে ও অভিনয়ে তাদের অবদান তুলে ধরা হয় এই নাটকে।কুশীলবরা তাদের অভিনয়ে মুগ্ধ করেন সিউড়ির রবীন্দ্র সদনে হল ভর্তি দর্শকদের। এছাড়া রবীন্দ্র সদনের অডিটোরিয়ামের প্রবেশপথে ৭৫জন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে, সেই ছবির প্রর্দশনীর আয়োজন করা হয় সংস্কার ভারতীর পক্ষ থেকে।