বিদ্যালয়ের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তর্জাতিক খ্যাত ফুটবলার পাপিয়া মুর্মু এবং রাজ্যদলের ভলিবল খেলোয়াড় প্রিয়তনু ঘোষালকে সম্মাননা প্রদান, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার সদর সিউড়ির মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশন আজ মঙ্গলবার ১০৭ বছরে পদার্পন করল। সেই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেনিমাধব স্কুলের প্রতিষ্ঠাতা রাখালচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিগন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এনসিসি অফিসার রাজকুমার থাপা এবং উদয় প্রতাপ যাদব। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ান অবসরপ্রাপ্ত শিক্ষক দেবপ্রসন্ন মুখোপাধ্যায় ও পরিচালন সমিতির সদস্য সুকুমার ঘোষ। পাশাপাশি এদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিশেষ উল্লেখ যে, আন্তর্জাতিক খ্যাত ফুটবলার তথা জেলার মেয়ে পাপিয়া মুর্মু এবং রাজ্যদলের ভলিবল খেলোয়াড় প্রিয়তনু ঘোষালকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি ইভেন্ট অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক দেবপ্রসন্ন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *