নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
অগ্নিযুগের বিপ্লবী পান্নালাল দাশগুপ্তের ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান আয়োজিত হলো তাঁরই প্রতিষ্ঠিত রাজনগর থানার আবাদনগর টেগোর সোসাইটি ফর্ রুরাল ডেভেলাপমেন্ট কার্যালয়ে। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশ্বভারতীর জাপানি ভাষার অধ্যাপক পান্নালাল ঘনিষ্ঠ সাইজি ম্যাকিনোর ১৩তম মৃত্যবার্ষিকী স্মরণ অনুষ্ঠান। আনন্দময় সেন, মনীষা বন্দ্যোপাধ্যায়, আহাসান কামাল, সন্তোষ কর্মকার, বাউল নারায়ণ কর্মকার, কবি অসীম শীল, সাংবাদিক মহম্মদ সফিউল আলম, সাংবাদিক সেখ রিয়াজউদ্দিন, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক উত্তম মন্ডল, আবৃত্তিকার প্রভাত দত্তসহ পান্নাপ্রেমী বিভিন্ন বিশিষ্টজনেরা “গ্রাম গড়ার কারিগর” পান্নাবাবুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। দুপুরে ছিল খিচুড়ির ব্যবস্থা। এ বিষয়ে সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকান্ত দত্ত জানান, প্রতি বছর এই দিনে আমরা পান্নালালবাবুর কথা শুনি, বলি এবং তাঁর পথ অনুসরণ করার চেষ্টা করি।