তৃণমূল কংগ্রেসের সদ্য পদত্যাগী প্রধান জাতীয় কংগ্রেসের পতাকাতলে সামিল, নলহাটির কয়থা ২ অঞ্চলে

সেখ রিয়াজুদ্দিনঃ

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক ভাঙা গড়ার খেলা তত তীব্র হচ্ছে। হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল। সেইরূপ বীরভূম জেলার নলহাটি ব্লকের কয়থা-২ অঞ্চলের কোগ্রাম গ্রামে শুক্রবার একটি যোগদান শিবিরের আয়োজন করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল প্রধান সনাতন মাল সহ তার সঙ্গী সাথীরা জাতীয় কংগ্রেসের পতাকা তলে সামিল হন তথা তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত কয়থা ২ অঞ্চল পঞ্চায়েত প্রধান পদ থেকে গত চার মাস পূর্বে সনাতন মাল পদত্যাগ করেন বলে জানা যায়। এদিন এক যোগদান পর্ব অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল ছেড়ে আসা সনাতন মাল এর হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ। দীর্ঘ চার মাস আগে, তৃণমূল দলের কুকর্ম সহ্য করতে না পেরে তিনি প্রধান পদ থেকে ইস্তফা দেন বলে নলহাটি ব্লক কংগ্রেস কমিটি তাকে সাদরে গ্রহণ করে এই কথা ব্যক্ত করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, নলহাটি ব্লক কংগ্রেস সভাপতি সাদ্দাম দেওয়ান, কয়থা-২ অঞ্চল কংগ্রেসের সভাপতি মীর নুরুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ। বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি আরও বলেন যে, তৃণমূলের অন্তিম যাত্রা শুরু হয়েছে, আগামী দিনে দেখবেন তৃণমূল দলটির পতাকা ধরার জন্য কেউ থাকবে না, কারণ এরা প্রত্যেকেই অসৎ, প্রধানমন্ত্রী আবাস যোজনার লাগামহীন দুর্নীতি, বাংলার বেকার ছেলে মেয়েদের কে নিয়ে তামাশা করা হচ্ছে, চাকরি নেই, শিল্প, কলকারখানা নেই, শুধু চারিদিকে মিথ্যা প্রতিশ্রুতি। আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস কে যোগ্য জবাব দেবেই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *