শম্ভুনাথ সেনঃ
বৈষ্ণব তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলীতে ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হয়। স্বামীজীর প্রতিকৃতি নিয়ে হাজারো মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা জয়দেব বাজার পরিক্রমা করে। জয়দেব-কেন্দুলি শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ভূপানন্দ শিশু নিকেতনের আহ্বানে জয়দেবের স্থায়ী আশ্রম কমিটির উদ্যোক্তারা এদিন অনুষ্ঠানে অংশ নেন। গৌরনিতাই সেবাশ্রম, তমালতলা আশ্রম, জয়শংকর শান্তি আশ্রম, রাধাগোবিন্দ সেবাশ্রম, ফকির বাবা সেবাশ্রম এমন ৬৮ টি স্থায়ী আশ্রম কমিটির পক্ষ থেকে প্রত্যেকে ব্যানার সহযোগে পদযাত্রা অনুষ্ঠানের অন্য মাত্রা নিয়ে আসে। ছিলেন শিশু নিকেতনের ছাত্র-ছাত্রী সহ অভিভাবক মা ও মেয়েরা। এদিন দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সংঘপিতা গৌরানন্দ মহারাজ, শিশু নিকেতনের শিক্ষক দেবরঞ্জন দত্ত, সুনীল মহারাজ সহ বিভিন্ন গুণী ব্যক্তিত্বরা।