শম্ভুনাথ সেনঃ
পৌষ সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষে রাত পোহালে শুরু হচ্ছে বীরভূমের সবচেয়ে প্রাচীন ও বড় মেলা “জয়দেব মেলা”। করোনার কারণে বিগত দু’বছর তেমনভাবে মেলা অনুষ্ঠিত হয়নি। এবার আগের মতই জয়দেব মেলা হবে জমজমাট। আগামীকাল ১৪ জানুয়ারি বিকেল তিনটে নাগাদ এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের ছোটো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। থাকবেন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। আজ সন্ধ্যায় জয়দেব মেলার নিরাপত্তার ব্যবস্থা খুঁটিনাটি পর্যালোচনা করেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে বীরভূম জেলা পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে একটি জরুরী মিটিং করেন। পরে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, “মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব মেলা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। এস জি এফ গোয়েন্দা বিভাগ, ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার জন্য নজরদারি জারি থাকবে জয়দেব মেলায়। স্নানের ঘাট সহ আখড়া এবং প্যান্ডেলে সিসি ক্যামেরায় যুক্ত করা হবে। মনিটরিং এর জন্য থাকবে কন্ট্রোল রুম। এছাড়াও মেলার বাইরেও চালানো হবে যথেষ্ট নজরদারি। সিভিক সহ ২,৫০০ পুলিশ বাহিনী এবার মোতায়েন থাকবে জয়দেব মেলায়।