
সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে বীরভূম জেলার রাজনগরের সিসাল ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার শুরু হল নবম বর্ষ জঙ্গলমহল উৎসব। অনুষ্ঠানের শুভসূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। জঙ্গলমহল উৎসব উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল করা হয়েছে, যেগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি আদিবাসীদের সুযোগ-সুবিধা কি রয়েছে সেগুলিও জানা যাবে এসব স্টলগুলোর মাধ্যমে। আজ অর্থাৎ জঙ্গলমহল উৎসবের প্রথম দিনে আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সর্বভারতীয় স্তরে তীরন্দাজিতে স্বর্ণপদক প্রাপ্ত সূর্যমুনি টুডুকে পঁচিশ হাজার টাকার চেক সহ সংবর্ধনা প্রদান করা হয়। সেইসাথে অন্যান্য কৃতি খেলোয়াড়দেরও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, সদর মহাকুমা শাসক অনিন্দ্য সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বহু বিশিষ্টজনেরা।