
শম্ভুনাথ সেনঃ
বছরভর মানব কল্যাণের লক্ষ্যে নানা সামাজিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে বীরভূমের “বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম”। খুব সম্প্রতি এই আশ্রমের প্রতিষ্ঠাতা ৯০ বছর বয়সী দুর্গেশ গিরি মহারাজ প্রয়াত হন। কিন্তু মহারাজের স্বপ্নপূরণে আশ্রমের অনুরাগী ভক্ত-শিষ্যরা সেই সামাজিক পরিষেবা মূলক কাজের ধারা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনিবার্যভাবেই। সুচি অনুযায়ী অন্নসেবা প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ চলছে। শীতকালীন বস্ত্রদান পরিষেবা শুরু হয়েছে, —- সেকথা জানিয়েছেন আশ্রমের এক ভক্ত-শিষ্য সবিতা ঠাকুর। ১৭ জানুয়ারী বাণপ্রস্থ আশ্রমের এক অনুরাগী ভক্তের দেওয়া অর্থে স্থানীয় দুঃস্থ মানুষজনদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। উল্লেখ্য, সন্নিহিত তাঁতিপাড়া গ্রামের স্বর্গীয় শ্যামাদাসী গুঁই এর ১৮ তম মৃত্যু বার্ষিকীতে এলাকার ১৮ জন দুঃস্থকে কম্বল দান করা হয়। সেকথা জানিয়েছেন তাঁরই এক আত্মজন অশোক গুঁই।