জমিয়তে উলেমার উদ্যোগে “সদভাবনা সংসদ”-অনুষ্ঠিত বীরভূম জেলার বোলপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা জমিয়তে উলামা আয়োজিত সর্বধর্ম সমন্বয়ে সদভাবনা সংসদ আয়োজিত হয় শনিবার বীরভূম জেলার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। বর্তমানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সামাজিক রাজনৈতিক বাতাবরণে সামাজিক পরিবেশ কলুষিত। শান্তি সম্প্রীতি ও সংহতির লক্ষ্যে সংবিধান ও গণতন্ত্র রক্ষার্থে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সেই সামাজিক পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে সদভাবনা সাংসদের আয়োজন। আজকের আলোচনায় অংশগ্রহণ করে উপস্থিত অতিথিগণ বক্তব্যের মাধ্যমে সকলেই একবাক্যে সম্প্রীতি বজায় রাখার জন্য সহমত এবং একতাবদ্ধের কথা বলেন। এদিনের আলোচনা সভায় হিন্দু মুসলিম ধর্মালম্বী বক্তারা ছাড়াও মন্ত্রী বিধায়ক আইনজীবীদের মধ্যে থেকেও বক্তব্য রাখেন। সকল বক্তার বক্তব্যের মাধ্যমে উঠে আসে ভেদাভেদের রাজনীতি বন্ধ করা, যে যার ধর্ম তা পালন করুক তার ওপর আঘাত যেন না আসে সেটা দেখার দায়িত্ব পাড়া প্রতিবেশীর। জাতি ধর্ম নির্বিশেষে সকলের উচিত পরস্পর পরস্পরের বিপদে পাশে দাড়ানো প্রকৃত আদর্শ মানুষের পরিচয়। হযরত মুহাম্মদ এর বাণী মানুষের মধ্যে ভেদাভেদ না রাখা, অন্য ধর্মের প্রতি আঘাত না হানা ইত্যাদি সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তোমার দ্বারা যখন মানুষ নিরাপদ থাকবে তখন তুমি প্রকৃত মানুষ। আমরা সবাই ভারতবাসী, ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা করতে হবে, সাম্প্রদায়িকতার জিগির তোলা সমস্ত মানুষদের চিহ্নিত করা, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সকলকে একত্রিত ভাবে রুখে দাঁড়াতে হবে। জমিয়তে উলেমা এর উদ্যোগে সমগ্র দেশব্যাপী ১০০০ টি সদভাবনা মঞ্চের গঠনের চিন্তাভাবনা করা হয়েছে। এক পরিসংখ্যানে জানান জমিয়তে উলামার বর্তমান সদস্য সংখ্যা রয়েছে ভারতবর্ষে ৩৫ লক্ষ। ২৩ টি রাজ্যে সাংগঠনিক ব্যক্তি রয়েছে। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি দিল্লি রামলীলা ময়দানে সংগঠনের বিভিন্ন কর্মসূচি এবং সভা রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে ১৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানানো হয়। দেশের সম্পদ জমিয়তে উলামা নিরপেক্ষ দায়িত্বশীল নিষ্ঠাবান দল বলে উল্লেখ করেন। ১০২ বছরের সংগঠন। ১৯১৯ সালে সংগঠনের পথচলা শুরু করে ব্রিটিশদের হাত থেকে ভারত বর্ষকে বাঁচানো তথা ব্রিটিশ তাড়ানোর লক্ষ্যেই এই সংগঠনের জন্ম বলে উদ্যোক্তাদের মধ্যে জানান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিনহা, বারাসাত কোর্টের আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায়, বেলুড় মঠের হিন্দু ধর্মগুরু পরমানন্দ মহারাজ, জমিয়তে উলামা র বীরভূম জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *