শম্ভুনাথ সেনঃ
যে উৎসব মানব কল্যাণের লক্ষ্যে সমাজ গড়তে ভাবায়, ভেদাভেদ মেটায়, ভবিষ্যৎ দেখায় এমন আমাদের প্রত্যেকের অন্তরে থাকা দেবগুন গুলিকে কাজে লাগিয়ে সুস্থ, সবল, সুন্দর পরিবার তথা দেশ গঠন করতে পারি এমন উদ্দেশ্য নিয়ে জেলার বিশিষ্ট সমাজ কর্মীদের উপস্থিতিতে একটি ব্যতিক্রমী উৎসব অনুষ্ঠিত হলো আজ বীরভূমে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতার মুখে নয় বরং উন্নত সমাজ গড়ার কাজে উৎসাহিত করার উদ্দেশ্যে —- বিবেক, মনুষ্যত্ব এবং মানবতা জাগ্রত করার লক্ষ্য নিয়ে আজ বীরভূমের “সিউড়ি সাহিত্য পরিষদ” হলে ২০ তম “বিবেক সম্মান-২০২৩” উৎসব অনুষ্ঠিত হলো। “বিবেকপথে” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন আরও পাঁচটি সমাজসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে এই উৎসবের আয়োজন করে। প্রথমেই স্বামীজি ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অসীমা মুখোপাধ্যায়ের উদ্বোধনী সংগীত ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ধল্লা শ্রী শ্রী করুণাময়ী আশ্রমের অম্বরেশ গিরি মহারাজ, বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়, জেলার প্রখ্যাত বাউল শিল্পী রতন কাহার সহ সংস্থার সম্পাদক সমর দাস, অনুপ পড়িয়া, উৎসব কমিটির আহবায়ক সব্যসাচী মুখার্জি প্রমুখ। এদিন জেলার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত বিবেকবান মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলার সাধন চন্দ্র সিনহা, মহম্মদ ইউসুফ আলী, পরেশ দে চৌধুরী এই তিন কৃতি ব্যক্তিত্বকে “বিবেক সম্মান” প্রদান করা হয়। এছাড়া ডঃ পার্থ সারথি মুখোপাধ্যায়, বাউল শিল্পী রতন কাহার, নাট্যাভিনেতা মহাদেব দত্ত এই জেলার ৩ গুণী ব্যক্তিত্বকে দেওয়া হয় গুণীজন সংবর্ধনা। এবারে উৎসবের বিষয় ভাবনা ছিল “মন”। উপস্থিত দর্শক আসন থেকে তাদের মনের ভালো ভাবনাগুলোকে শেয়ার করেন প্রত্যেকে।