শম্ভুনাথ সেনঃ
কাঁচা বাদাম গান গেয়ে বীরভূমের ভুবন বাদ্যকরের নাম ছড়িয়ে পড়ে ভুবন জুড়ে। একটি গানই বদলে দেয় তার জীবনযাত্রা। এবার সেই চমক আনতে কাঁচা বাদাম দিয়ে নির্মিত হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “কোটাসুর সোনালী সংঘে’র” সরস্বতী প্রতিমা। ১৩ ফুট উচ্চতার এই প্রতিমার রূপসজ্জায় সবেতেই ব্যবহার করা হয়েছে কাঁচা বাদাম। এলাকায় সাড়া পড়েছে এই ব্যতিক্রমী প্রতিমা নিয়ে। দীর্ঘ ১৩ ফুট উচ্চতা শুধু নয়, চার হাতের সরস্বতী মূর্তি। মূর্তি ও পুরো কাঠামো জুড়ে বসানো হয়েছে বাদাম। কোথাও খোলা সহ বাদাম, কোথাও শুধু বাদাম। পুজোর বাজেট প্রায় এক লক্ষ টাকা। কয়েক লক্ষ বাদাম দিয়ে তৈরি হয়েছে এই বীনাপাণি মূর্তি। ক্লাব কমিটির প্রধান সুকান্ত রায় জানিয়েছেন মূর্তি গড়ার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় অঙ্কন শিক্ষক মৈনাক মন্ডল ও স্কুল পড়ুয়া সৌরভ কোনাই, সূর্য কোনায়দের মত আরো অনেকেই।