শম্ভুনাথ সেনঃ
করোনা আবহে প্রায় দু’বছর স্কুল বন্ধ। প্রাথমিক পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। তাই এবার জেলা জুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২২ জানুয়ারী বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা পঞ্চায়েত স্তরে গুনুটিয়া নপাড়া স্কুল ময়দানে সাড়ম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯ টি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি শিশু শিক্ষাকেন্দ্রের মোট ২২৭ জন প্রতিযোগিদের নিয়ে মশাল দৌড় ও মাঠ পরিক্রমা করা হয়। তারপর শুরু হয় শপথ বাক্য। দৌড়, আলু দৌড়, এমনদীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, যোগা, জিমন্যাস্টিকস এমন মোট ৩৪ টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের দেওয়া হয় পুরস্কার। উপস্থিত ছিলেন উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান সামসুল আলম মল্লিক সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। খুদে প্রতিযোগীদের মহারণ দেখতে ছিল উপচে পড়া ভিড়। স্বেচ্ছা সেবকদের সহায়তায় সোমনাথ সরকারের তত্ত্বাবধানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত মুখোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, সুকুমার গঁড়াই সহ ক্রীড়া সম্পাদক সঞ্জীব দাস, সভাপতি আশীষ সরখেল প্রমুখ। প্রথম স্থানাধিকারীরা ২৩ জানুয়ারী চক্র স্তরের প্রতিযোগিতায় ময়ূরেশ্বরের মাঠে অংশ নেবে।