দীপককুমার দাসঃ
সিউড়ি দু নম্বর ব্লকের গাংটা গ্রামে তৈরি হচ্ছে ২২ফুটের বিশালাকার সরস্বতী প্রতিমা। গাংটে মা মনসা যুব সংঘের ব্যবস্থাপনায় বৈদ্য পাড়ায় এই বছরই প্রথম সরস্বতী পূজা হচ্ছে। আর প্রথম বছরেই পুজোতে চমক আনতে ২২ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে নজর কাড়ছে সকলের। প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী উদয় দাস ও তার সহযোগী গোবিন্দ দাস। মা মনসা যুব সংঘের সেক্রেটারি সুখেন বৈদ্য জানান, এবার আমরা প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন করেছি। আর্কষণ বাড়ানোর জন্য ২২ফুটের প্রতিমা তৈরি করা হয়েছে। শুধু পুজোই নয় তার সঙ্গে চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল, ছৌনাচ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখন থেকেই পাশ্ববর্তী এলাকার মানুষ জন প্রতিমা দর্শন এর জন্য ভিড় করছেন এই গাংটে গ্রামে।